রাজশাহীর বাঘায় চার’শ পিচ ইয়াবাসহ আমিরুল ইসলাম ওরুফে শাকিব(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন পুলিশ । বৃহস্পতিবার(৩০-৯-২০২১) দিবাগত রাতে বাঘা উপজেলার মহদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পাশ্ববর্তী চারঘাট উপজেলার তালবাড়ীয়া গ্রামে জামাল উদ্দিন ছেলে। বাঘা থানা পুলিশের একটি মুখপত্র জানান, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম নির্দেশনায় ও বাঘা থানা অফিসার নের্তৃত্বে উপজেলার মহদীপুর এলাকায় তাঁর বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে তাঁকে চার‘শ পিচ কমলা রংয়ের ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক ১লাখ ২০ হাজার টাকা।
আমিরুল ইসলাম দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছেন। চারঘাট ও বাঘা থানায় তাঁর নামে আগেও মাদক মামলা রয়েছে। বাঘা থানা অফিসার(ওসি)সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আমিরুল ইসলামের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রিন্ট