রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গত সোমবার ২৭ শে সেপ্টেম্বর ১১টি জলাশয়ে ৭১৪.২৮ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরাধীন ২০২১-২২ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, পাংশা পৌরসভার সাবেক কমিশনার অজিত হালদার, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ মৎস্য দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট