মাগুরায় জেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও সমাবেশ আয়োজন করেন জেলা কমিটি। সোমবার ২৭ সেপ্টেম্বর বিকালে ৪টার সময় শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র নামে মিথ্যা মামলা প্রতাহার ও দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ’র সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট সনজিত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি পংকজ সাহা, শ্রীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব মিত্র,উজ্জল দত্ত প্রমুখ।
সমাবেশে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র নামে মিথ্যা মামলা প্রত্যাহার পাশপাশি দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।
এছাড়া একই সময় মাগুরা প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে গণ স্বাক্ষর কর্মসুচি পালন করা হয়।
প্রিন্ট