ফরিদপুরের বোয়ালমারী পৌর সভার কামারগ্রামে অবস্থিত ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা সংঘ’ আখড়া থেকে চুরি যাওয়া ভগবান শ্রী কৃষ্ণ মূর্তি পুণ:স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ধর্মীয় আচারানুষ্ঠানের মাধ্যমে মূর্তিটি পুণরায় স্থাপন করা হয়।
আখড়া সংলগ্ন কামারগ্রাম নিবাসী বিশিষ্ট্যি ধর্মানুরাগী গীরিধারী সাহা চুরি হওয়া বিগ্রহটি পুণ;স্থাপনে সহায়তা করেন। এই সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা সুবাস সাহা আখড়ায় ব্যবহারের জন্য কয়কটি নিত্য প্রয়োজনীয় সামগ্রী দান করেন।
ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিগ্রহ পুণ: প্রতিষ্ঠার সময় আখড়ায় দায়িত্বরত সেবায়েত অভিযোগ করে বলেন, স্থানীয় পলাশ বৈরাগী এবং রবিন লস্কর তাকে হুমকি ধমকি দিয়ে তার সাথে নানা ভাবে অসদাচারণ করেছেন।
এ বিষয়ে বোয়ালমারী থানায় অভিযোগ দেন সিবু সাহা। তবে হুমকি ধমকির বিষয়টি পলাশ ও রবিন অস্বীকার করেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে এই আখড়া থেকে ২০ কেজি ওজনের পিতলের রাধাগোবিন্দ ও গোপালের মূর্তি খোয়া যায়। এ সময় মূর্তির শরীরে থাকা রৌপ্যালংকার ও মন্দিরের ক্যাশবাক্সে থাকা নগদ ৮হাজার টাকাও চুরি হয়।
খোয়া যাওয়ার কয়েক দিন পর আখড়ার নিকটবর্তী এক বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় রাধা-গোবিন্দের বিগ্রহটি উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ।
চুরির ঘটনায় গত ২৪ নভেম্বর ২০২০ মন্দিরের সেবায়েত সুজিত কুমার বিশ্বাস বাদি হয়ে বোয়ালমারী থানায় এজাহার দায়ের করেন। এজাহার নং- ২৭৫৯/২০২০। এরপর থেকে একটি মহল সেবায়েত এবং আখড়ার উপর ক্ষেপে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
আখড়াকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে দুটি গ্রুপে উত্তেজনা চলছে বলে জানা গেছে।
প্রিন্ট