গোপালগঞ্জের কাশিয়ানীতে অগ্নিকান্ডের সময় মেইন সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সেলিনা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই গ্রামের মো. আবুল কালাম মোল্যার স্ত্রী। বিষয়টি মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সেলিনা বেগমের রান্না ঘরে আগুন লাগে। এ সময় তিনি দৌড়ে বসতঘরের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে যান। বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রিন্ট