ফরিদপুরের বোয়ালমারীতে আগুনে পুড়ে ছিয়ারন নেছা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি গাভীও মারা গেছে।
মৃত বৃদ্ধার পরিবার সূত্রে জানা গেছে , শুক্রবার রাত ১২টার দিকে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও বৃদ্ধাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা বলেন, তেলজুড়ী গ্রামে রাতে আগুনে পুড়ে ছিয়ারন নেছা নামে এক বৃদ্ধা এবং একটি গাভী মারা গেছে। বাড়িতে ওই বৃদ্ধা ও তার ছেলে থাকতেন। ছেলে মাসুদের পরনের লুঙ্গি ছাড়া কিছুই নেই।
খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও খাদ্যসমগ্রী প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, পরিবারটিকে প্রাথমিক সাহায্য করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাহায্য অব্যাহত থাকবে।
প্রিন্ট