ফরিদপুরের নগরকান্দায় হাম ও রুবেলার টিকার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ এস এম ফরহাদ হোসেন।
জানাগেছে নগরকান্দা উপজেলায় ২শত ১৭ টি কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছর বয়সী ৪৩ হাজার ৯শত ১৫ জন শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে। ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
এ সময় ডাঃ পলাশ সাহা, ডাঃ আল-আমীন, ইপিআই ছরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।