কুষ্টিয়ার খোকসায় উত্তরণ ফাউন্ডেশন এর উদ্যোগে করোনা কালীন সময়ে শতাধিক দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নে মাসিলিয়া ঈদগাহ মাঠে সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন এর সভাপতিত্বে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উওরণ ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা মো: ওলিউর রহমান, প্রভাষক সাইফুদ্দিন মজনু, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, সাবেক ছাত্র নেতা সায়েম হোসেন সুজন, খোকসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল আহমেদ খান, কুতুব উদ্দিন, সাংবাদিক মমিন হোসেন ডালিম, উবায়দুর রহমান আকাশ প্রমুখ। এসব ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে চাউল, ডাউল, আলু, লবণ ইত্যাদি।
এই সময় উক্ত ফাউন্ডেশনে প্রধান উদ্যোক্তা ওলিউর রহমান বলেন আমাদের এই ত্রাণ সামগ্রী বা খাদ্য সহযোগিতা চলমান থাকবে। আমরা নিজ উদ্যোগে অত্র এলাকায় করোনা কালীন সময়ে দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে যতটুকু পেরেছি দেওয়ার জন্য চেষ্টা করেছি। যারা এবার বাদ পরেছে তাদেরকে আগামীতে দেওয়া হবে বলেন তিনি জানান।
প্রিন্ট