র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযানে আগ্নেও অস্ত্রসহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে। অস্ত্রগুলো তারা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ক্রয় করে অটোরিক্সায় করে নওগাঁ নিয়ে যাচ্ছিল এবং পরবর্তীতে অস্ত্রগুলো ট্রাকে করে নওগাঁ হতে বগুড়ায় যাবে বলে তারা ঘটনাস্থলে স্বীকার করে। এই তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
সোমবার দুপুরে একটি সংবাদ সম্মলনের মাধ্যমে জানান, র্যাব-৫ এর একটি আভিযানিক দল গতকাল রবিবার রাত ৯টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন আড্ডা বাজারের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে। ওই সময় ০১টি বিদেশী রিভলবার, ০৫টি ওয়ান শুটারগান, ০১ রাউন্ড গুলিসহ ০২ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আটক করা হয়েছে।
আটককৃত ব্যাক্তি মোঃ হৃদয় (২৭), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন শেখপাড়া গ্রামের মোঃ কিবরিয়া রাজুর ছেলে, অপর জন একই জেলার হামিদপাড়া গ্রামের আফাজের ছেলে মোঃ শিশির (২০)। র্যাব-৫ এর দায়িত্বপূর্ণ এলাকা রাজশাহী মহানগরীসহ রাজশাহী জেলা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা। জঙ্গীবাদ দমন, সংঘবদ্ধ অপরাধীদের গ্রেফতার, অবৈধ মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রিন্ট