ফরিদপুরের বোয়ালমারীতে ট্রলির ডালার ধাক্কায় ছয় বছরের এক শিশু এবং সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ট্রলির ডালার ধাক্কায় নিহত শিশুর নাম তামিম। সে বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের বিশু শেখের ছেলে। সোমবার (১৬ আগস্ট) বেলা চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে রাত আটটার দিকে এক সড়ক দুর্ঘটনায় ৭৫ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম সিদ্দিক মুন্সী। তিনি উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া সাইনবোর্ড এলাকার বাসিন্দা।
জানা যায়, পৌরসভার দক্ষিণ কামারগ্রামের বিশু শেখের ছেলে তামিম (৬) সোমবার বিকেল ৪টার দিকে বাড়ির পাশে অপেক্ষমাণ ট্রলির ডালা ধরে খেলছিল। পেছনের ডালাটির হুক লাগানো ছিল না। এক পর্যায়ে ডালাটি খুলে গেলে শিশুটির মাথা ও মুখমণ্ডলে তীব্র আঘাত লাগে। সাথে সাথে শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রলিটির মালিক বোয়ালমারীর বিশিষ্ট ব্যবসায়ী হেলাল মিয়া।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়েছে তখন তাকে আমরা মৃত অবস্থায় পাই। প্রচন্ড আঘাতে নাক, মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শিশুটির মৃত্যু ঘটে।
এদিকে রাত আটটার দিকে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় ৭৫ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম সিদ্দিক মুন্সী। তিনি উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া সাইনবোর্ড এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিহত সিদ্দিক মুন্সী ভাটপাড়া সাইনবোর্ড বাস স্ট্যান্ডের পাশের মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা পাড় হওয়ার সময় মাইজকান্দিগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, দুটি দুর্ঘটনার বিষয়েই আমার জানা নেই। এখনি খোঁজ নিচ্ছি।
প্রিন্ট