খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ
নড়াইলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র, অভিধান ও সম্মানি টাকা প্রদান করা হয়েছে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, জামায়াতে ইসলামীর জেলা আমির আতাউর রহমান বাচ্চুসহ অনেকে।
এসএসসিতে ১৪জন এবং এইচএসসিতে ২১ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
প্রিন্ট