আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের প্রেমের সম্পর্কের তথ্য সামনে আসার পর বিষয়টির তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।
আজ রোববার (৮ আগস্ট) পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি-ট্রেনিং) মিয়া মাসুদ করিমকে প্রধান করে এ কমিটি করা হয়।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, কমিটির বাকি দুইজন হচ্ছেন ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভিন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) রুমানা আক্তার।
তদন্ত কমিটিকে সাকলায়েনের বাসায় পরীমনির যাতায়াতে সাকলায়েন যে মামলার তদারকি কর্মকর্তা সেই মামলার তদন্তে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা, সাকলায়েন পুলিশের আইন অনুযায়ী কোনো অপরাধ করেছে কিনা ইত্যাদি তুলে ধরতে বলা হয়েছে।
সার্বিক বিষয়গুলো তদন্তে কমিটিকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। তদন্ত শেষে কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, শনিবার (৭ আগস্ট) পরীমনির সঙ্গে ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনের অনৈতিক সম্পর্কের অভিযোগে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ থেকে পিওএম পশ্চিমে বদলি করা হয়।
প্রিন্ট