মহীয়সী নারী বঙ্গমাতা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় এক আলোচনা সভা শেষে ৫টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দ্যোগে ৮আগষ্ট রবিবার দুপুরে উপজেলা ইউএনও’র কার্যালয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু।এই সময় উপস্থিত ছিলেন ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া সিটু,মিরপুর ও ভেড়ামারা উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা তমান্নাজ খন্দকার প্রমূখ।
আলোচনা শেষে ৫ জন মহিলাকে সেলাই মেশিন আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়।
প্রিন্ট