আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুর কোতয়ালী থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ (ডিআইজি) আমিনুল ইসলাম।
১১ জুলাই শুক্রবার দিনাজপুর কোতয়ালী থানা পরিদর্শন করেন তিনি; এ সময় দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন শুভেচ্ছা জ্ঞাপন করেন ও জেলা পুলিশের একটি চৌকস দল রংপুর রেঞ্জ ডিআইজি কে গার্ড অফ অনার প্রদান করে।
রংপুর রেঞ্জ ডিআইজি কোতয়ালী থানায় আগত লোকজনের সাথে কথা বলে থানা থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে কি না সে বিষয়ে খোজ খবর নেন।
থানায় কর্মরত অফিসার-ফোর্সদের কে থানায় সেবা গ্রহীতার সমস্যার সহানুভূতির সাথে বিবেচনা করে যথাযথ আইনি সহায়তা প্রদানের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের কে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
প্রিন্ট