আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোর উপজেলা ডিজিটাল পোস্ট অফিসে জমানো টাকা ফেরত পেতে বিক্ষুব্ধ গ্রাহকগণ মানববন্ধন করেছেন। এর আগে অফিসের ভিতরেই গলায় ফাঁস দিয়ে স্বামী পরিত্যক্তা পারুল নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। চলতি বছরের ৮ জুলাই মঙ্গলবার সকালে প্রায় কুড়ি জন গ্রাহক পোস্ট অফিসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন। তাদের কষ্টার্জিত টাকা ফেরত পেতে উর্ধতন কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন তারা।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর উপজেলা ডিজিটাল পোস্ট অফিস থেকে প্রায় ৫৫ জন গ্রাহকের প্রায় এক কোটি ৮৪ লাখ টাকা আত্মসাত করা হয়েছে।উপজেলা পোষ্ট অফিসের সাবেক পোষ্ট মাস্টার মুকছেদ আলী এসব টাকা আত্মসাত করেছেন। তবে ভুক্তভোগীদের অভিযোগ অফিসের রাঘব-বোয়ালেরা জড়িত না থাকলে পোস্ট মাস্টারের একার পক্ষে এভাবে কোটি কোটি টাকা আত্মসাত করা দুরুহ।
এবিষয়ে (ভারপ্রাপ্ত) পোস্ট মাষ্টার আব্দুল মালেক জানান, প্রায় ৫৫ জন গ্রাহকের এক কোটি ৮৪ লাখ টাকা আত্মসাত করেছেন আগের পোস্ট মাষ্টার মুকছেদ আলী। সে সাসপেন্ড হয়ে আছেন। দুদকে মামলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। এবিষয়ে রাজশাহী জেলা ডেপুটি পোষ্ট মাস্টার (ডিপিও) রাজিব বিশ্বাস বলেন, মুকছেদ আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদুক) মামলা করেছেন মামলা চলমান রয়েছে।তিনি বলেন, আদালত এবিষয়ে সিদ্ধান্ত দিবেন।
প্রসঙ্গত, পোস্ট অফিস থেকে টাকা আত্মসাতের ঘটনায় গত ১৮ মার্চ সোমবার রাজশাহী ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মনিরুজ্জামানের নেতৃত্বে একটি তদন্ত টিম তানোর ডিজিটাল পোস্ট অফিসে উপস্থিত হয়ে তদন্ত ও গ্রাহকদের সঙ্গে কথা বলেন।এ সময় ডেপুটি জেনারেল গ্রাহকদের শান্ত করে তাদের কথা শুনেন এবং আশ্বস্ত করে তাদের কষ্টের অর্জিত টাকা ফিরিয়ে দেবার জোর চেষ্টা করা হবে।
এদিকে উপজেলা পোস্ট অফিস থেকে অর্থ আত্মসাৎ ও অনিয়ম খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছরের ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত রাজশাহী জেলা কার্যালয় সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক। সঙ্গে ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রাজশাহী জেলা কার্যালয় উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমান ও পরিদর্শক আশরাফুল ইসলাম।
প্রিন্ট