আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রী সেজে চালককে বোকা বানিয়ে চুরি করে নিয়ে যাওয়া অটো চার্জার উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
–
৫ জুলাই শনিবার সকাল ১০ টায় বিরামপুর ঢাকামোড় হতে একজন অজ্ঞাত যাত্রী ফুলবাড়ী সরকারী কলেজে যাওয়ার কথা বলে অটো চার্জারে উঠে,চালক সরকারী কলেজের সামনে নিয়ে গেলে সেখানে অজ্ঞাত ঐ যাত্রী চালককে একজনের নাম বলে কলেজের ভেতর থেকে ডেকে আনতে বলে,চালক কলেজের ভেতরে ঢুকে অজ্ঞাত নাম বলা ব্যক্তিকে না পেয়ে ফিরে এসে দেখে তাঁকে বোকা বানিয়ে অজ্ঞাত যাত্রী সেজে চোর অটো চার্জারটি চুরি করে নিয়ে যায়। বিষয়টি লোকজন জানাজানি হলে অটো চার্জারটি খোঁজ করে না পাওয়ায় চালক বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
–
অভিযোগে বলা হয়েছে আমি মোঃহাসানুজ্জামান পলাশ (৩৬) পিতা মৃত তোজাম্মেল হক সাং পরমানন্দপুর ডাকঘর দাউদপুর থানা নবাব গঞ্জ জেলা দিনাজপুর-অত্র থানায় হাজির হয়ে এই মর্মে অভিযোগ করতেছি আমি পেশায় একজন অটো চার্জার চালক প্রতিদিনের ন্যায় আজও যাত্রীর জন্য বিরামপুর ঢাকামোড়ে অবস্থান করলে অজ্ঞাত যাত্রী ফুলবাড়ী সরকারী কলেজে যাওয়ার কথা বল্লে আমি কলেজের সামনে নিয়ে আসি,সেখানে অজ্ঞাত যাত্রী আমাকে অন্য একজন অজ্ঞাত ব্যক্তির নাম বলে ডেকে আনতে বলে আমি অটো চার্জারটি সেখানে রেখে কলেজের ভেতরে গেলে অজ্ঞাত ঐ ব্যক্তি আমার অটো চার্জারটি চুরি করে নিয়ে যায়।
–
গাড়ীটির রং লাল ৫ ব্যাটারী গাড়ীটির বর্তমান মূল্য (২.৮০০০০) টাকা আমি অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফুলবাড়ী থানায় একটি চুরির অভিযোগ দায়ের করি।
–
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহীব্বুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধায়নে এসআই দীপুর নেতৃত্বে থানার একটি চৌকস টিম পৌর শহরের সিসি টিভি ফুটেজের মাধ্যমে অভিযান পরিচালনা করে রাত্রি ৯ টার সময় ফুলবাড়ী রেলস্টেশনের পার্শ্বে একটি পরিত্যক্ত জায়গায় সকাল ১১টা হতে রাত্রি ৯ পর্যন্ত অটো চার্জারটি পড়ে থাকতে দেখে বারকোনার স্টেশন পাড়ার বাসিন্দা মোঃ ফয়সাল আহম্মেদ থানায় খবর দিলে এস আই দীপুর সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অটো চার্জারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
–
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহীব্বুল ইসলাম বলেন আমরা চুরি হওয়া অটো চার্জারটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি চরচক্রের কাউকে পাওয়া যায়নি অটো চার্জারের প্রকৃত মালিককে শনাক্ত করে অটো চার্জার টি দেয়া হবে।
প্রিন্ট