করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারীতে ১২টি কেন্দ্রে টিকাদান শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্র ছাড়াও পৌরসভা কার্যলয়সহ ১০টি ইউনিয়নে দশটি অস্থায়ী কেন্দ্রে এ কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রের তিনটি বুথে ৬০০ জনকে টিকা দেওয়া হবে। উপজেলাটিতে রান টেস্ট হিসাবে আজ মোট ৭ হাজার ২০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
বোয়ালমারী পৌর সভা কার্যালয়ে সকাল ৯টায় গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, প্যানেল মেয়র মো. মমিন খান, কাউন্সিলর শেখ আজিজুল হক, কাউন্সিলর বিপ্লব মিয়া প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খালেদুর রহমান জানান পরিকল্পনা অনুযায়ী ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত ৬ দিনের ক্যাম্পেইনের কথা থকলেও আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সাতদিন বন্ধ থাকার পর আবার ১৪ আগস্ট থেকে গণহারে টিকা কার্যক্রম ক্যাম্পেইন চালু হবে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রিন্ট