আতিয়ার রহমানঃ
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ মঙ্গলবার ১ জুলাই সকাল সাড়ে ৬ টার দিকে শহরের বিনোদপুর নিজ বাড়ি থেকে এনটিভির রাজবাড়ী প্রতিনিধি (সাংবাদিক) আহসান হাবীব টুটুল কে ২৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।
–
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, আমাদের কাছে তথ্য ছিল আহসান হাবিব টুটুল সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছিল।
–
মাদকের একটি বড় চালান তার বাড়িতে বিক্রির জন্য মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
–
আটকের পর তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট