ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলমডাঙ্গার কানাইনগর-শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৩৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া Logo কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করায় সেই পুলিশ সদস্য ক্লোজড Logo যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে প্রকৌশলীসহ নিহত ৩ Logo শিবপুরে কাবিখা ও টিআর প্রকল্পের ৫২ লাখ টাকাসহ দুই কর্মকর্তা গোয়েন্দার জালে আটক Logo বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র জরুরি কর্মীসভা অনুষ্টিত Logo সিংড়ায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি Logo জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল Logo কাফনের কাপড় পরে কুষ্টিয়ায় জেলা বিএনপির কার্যালয় ঘেরাও Logo তানোরে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু Logo তানোরে ফসলি জমি জবরদখল চেষ্টার অভিযোগ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

যৌথ বাহিনীর অভিযানে ফরিদপুরের ভাঙ্গায় অপহৃত ব্যক্তি উদ্ধার, অপহরণকারী আটক

মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের শিকার শেখ জামালকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত অপহরণকারী শফিকুল ইসলাম (৩৫)-কে আটক করা হয়েছে।

সেনা সূত্র জানায়, ২৯ জুন রাত ১১ঃ৩০টায় ফরিদপুর আর্মি ক্যাম্পে নাসিমা আক্তার (৩২) নামের এক নারী অভিযোগ করেন, তার স্বামী শেখ জামালকে গতকাল(২৯ জুন) বিকেলে ঢাকার পল্টন এলাকা থেকে অপহরণ করা হয়েছে এবং তাকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত এক স্থানে আটকে রাখা হয়েছে। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল এবং মারধর করছিল বলে তিনি জানান।

অভিযোগ পাওয়ার পরপরই ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ফরিদপুর আর্মি ক্যাম্প পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং উদ্ধার অভিযান শুরু করে। প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে পশ্চিম আলগি, ভাঙ্গা এলাকার শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে উক্ত অপহরণের ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।

তথ্য যাচাই-বাছাই শেষে, ৩০ জুন ভোর ৫টায় যৌথ টহল দল সন্দেহভাজনের অবস্থান নিশ্চিত করে পশ্চিম আলগির একটি পরিত্যক্ত খড়ের ঘরে অভিযান চালায়। অভিযানে উক্ত ঘর হতে অপহৃত শেখ জামালকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একি সাথে, অভিযুক্ত শফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, শেখ জামাল বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে শফিকুল ইসলামের কাছ থেকে বড় অঙ্কের টাকা গ্রহণ করেন। কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি পূরণ না করে ঢাকায় আত্মগোপনে চলে যান। প্রতারিত হয়ে শফিকুল ইসলাম আরো কয়েকজনকে সাথে নিয়ে অপহরণের পরিকল্পনা করেন এবং ঢাকার পল্টন এলাকা থেকে জামালকে অপহরণ করেন। তারপর জামালের পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন।
আটক শফিকুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কানাইনগর-শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৩৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া

error: Content is protected !!

যৌথ বাহিনীর অভিযানে ফরিদপুরের ভাঙ্গায় অপহৃত ব্যক্তি উদ্ধার, অপহরণকারী আটক

আপডেট টাইম : ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :

মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের শিকার শেখ জামালকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত অপহরণকারী শফিকুল ইসলাম (৩৫)-কে আটক করা হয়েছে।

সেনা সূত্র জানায়, ২৯ জুন রাত ১১ঃ৩০টায় ফরিদপুর আর্মি ক্যাম্পে নাসিমা আক্তার (৩২) নামের এক নারী অভিযোগ করেন, তার স্বামী শেখ জামালকে গতকাল(২৯ জুন) বিকেলে ঢাকার পল্টন এলাকা থেকে অপহরণ করা হয়েছে এবং তাকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত এক স্থানে আটকে রাখা হয়েছে। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল এবং মারধর করছিল বলে তিনি জানান।

অভিযোগ পাওয়ার পরপরই ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ফরিদপুর আর্মি ক্যাম্প পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং উদ্ধার অভিযান শুরু করে। প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে পশ্চিম আলগি, ভাঙ্গা এলাকার শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে উক্ত অপহরণের ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।

তথ্য যাচাই-বাছাই শেষে, ৩০ জুন ভোর ৫টায় যৌথ টহল দল সন্দেহভাজনের অবস্থান নিশ্চিত করে পশ্চিম আলগির একটি পরিত্যক্ত খড়ের ঘরে অভিযান চালায়। অভিযানে উক্ত ঘর হতে অপহৃত শেখ জামালকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একি সাথে, অভিযুক্ত শফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, শেখ জামাল বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে শফিকুল ইসলামের কাছ থেকে বড় অঙ্কের টাকা গ্রহণ করেন। কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি পূরণ না করে ঢাকায় আত্মগোপনে চলে যান। প্রতারিত হয়ে শফিকুল ইসলাম আরো কয়েকজনকে সাথে নিয়ে অপহরণের পরিকল্পনা করেন এবং ঢাকার পল্টন এলাকা থেকে জামালকে অপহরণ করেন। তারপর জামালের পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন।
আটক শফিকুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।


প্রিন্ট