সাইফুল ইসলামঃ
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় সূধীজন, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের নিয়ে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় সবাইকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা, র্যালি, রচনা – বির্তক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
–
রবিবার (২৯ জুন) সকালে উপজেলার ‘বড়াল সভা’ কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে কমিটির সহ-সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালি ও পুরুষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
–
এসময় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সরওয়ার মোর্শেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রতন কুমার পাল ও বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইসমাঈল হোসেন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
–
উপজেলার ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহন করে। রচনা প্রতিযোগিতায় তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী শরিফা সুলতানা প্রথম স্থান ও তৃতীয় স্থান অর্জন করেন রায়হানা ইসলাম রুবা এবং দ্বিতীয় হয়েছে জিগরি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ফাতেমা জান্নাত ঊষা।
–
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইয়াছিনপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয়েছে তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তার কৃতিত্ব অর্জন করেন ইয়াছিনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহনা খাতুন।
প্রিন্ট