কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি ঃ
রাজবাড়ীর কালুখালীতে উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস কর্মসূচির ডিলার নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার বিকাল ৪ টায় কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওএমএস এর ডিলার এর আবেদনকারীদের উপস্থিতে এ নির্বাচন সম্পন্ন হয়।
–
কালুখালী উপজেলার চাঁদপুর বাসষ্টান্ড, রতন দিয়া বাজার ও রেল ষ্টেশন বাজার এর জন্য ১৭ জন ডিলার আবেদন করেন।এর মধ্যে ১৪জন বাছাই পর্বে নির্বাচিত হয়। তাদের মধ্য থেকে চাঁদপুর বাসষ্টান্ড এলাকায় আরশেদ আলী, রতনদিয়া বাজারে মোছাঃ সালমা খাতুন ও রেল ষ্টেশন বাজারে মোঃ সাঈদ হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ লটারী অনুষ্ঠান পরিচারনা করেন।
–
লটারী চলাকালে উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা শিক্ষা অফিসার সরকার রওশন আরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুল ইসলাম, রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট