সেলিম সানোয়ার পলাশঃ
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ২ জন আটক। শুক্রবার দিবাগত রাত (২৮ জুন ২০২৫) ২.৫৫ মিনিটের দিকে গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামে একটি বসতবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গোদাগাড়ীর উজানপাড়া গ্রামের মোঃ মোতালেব ইসলামের ছেলে মোঃ ওয়ালিদ ইসলাম (২৩), ও একই গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ জহুরুল ইসলাম (২৫)।
–
গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল মৃধা ফোর্স-সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামে একটি বসতবাড়ীতে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এই সময় রাত ০২:৪৫ টায় অভিযান পরিচালনা করে এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করে।
–
অভিযুক্তদের দেহ তল্লাশি করে ১নং অভিযুক্ত মোঃ ওয়ালিদ ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোঁচের মধ্যে থাকা ০১(এক) টি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন বলেন,এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রিন্ট