আরিফুল ইসলাম জয়ঃ
এই মাটির প্রতিটি ধূলিকণা যার প্রেরণা,
এই জনপদের প্রতিটি মানুষ যার আত্মার আত্মীয়—
তিনি ডা. মোঃ ইউনুছ আলী।
–
একজন সুপরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ, মানবসেবক, শিক্ষানুরাগী, ক্রীড়া অনুরাগী ও রাজনীতিক হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরীর মানুষদের কাছে তিনি একটি বিশ্বাসের নাম। পেশাগত সাফল্যের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় এই মানুষটি কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছেন।
–
চিকিৎসক থেকে জনসেবক
–
১৯৭৮ সালের ১৩ জুলাই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুটি বাগডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন ডা. মোঃ ইউনুছ আলী। পিতা মৃত উমর আলী এবং মাতা মৃত নসিমনের সন্তান তিনি। স্থানীয় গাগলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি এবং নাগেশ্বরী ডিগ্রি কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি পাস করেন। এরপর তিনি এমবিবিএস সম্পন্ন করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া থেকে এবং পরবর্তীতে ডি-কার্ড ডিগ্রি অর্জন করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে। উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডেও যান।
–
চিকিৎসা জীবনে তাঁর অবদান অনস্বীকার্য। হাজারো গরিব-অসহায় রোগীকে সেবাদান করেছেন কুড়িগ্রাম ও বগুড়ায়। তিনি বর্তমানে টি এম এস এস মেডিকেল কলেজে কর্মরত। পাশাপাশি বাগবাড়ি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালেও সেবাদান করে আসছেন।
–
ছাত্ররাজনীতি থেকে মূলধারার নেতৃত্বে
–
ছাত্রজীবনে ডা. ইউনুছ আলী সক্রিয় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বিভিন্ন দায়িত্বে থেকে সক্রিয়ভাবে দলের কাজ পরিচালনা করেন।
বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপি’র স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক। কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর আজীবন সদস্য এবং জেলা পর্যায়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
–
নেতৃত্বের প্রত্যয়
–
ডা. মোঃ ইউনুছ আলীর ভাষায়, “চিকিৎসা যেমন মানুষের জীবন বাঁচায়, তেমনি সঠিক নেতৃত্ব একটি জাতিকে রক্ষা করতে পারে। আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
–
রাজনৈতিক অঙ্গনে সততা, মানবিকতা এবং গতিশীল নেতৃত্ব প্রদানের লক্ষ্যে তিনি নিজেকে প্রস্তুত করেছেন। কুড়িগ্রাম-১ আসনের জনগণের সেবা ও উন্নয়নে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে তাঁর।
–
শেষ কথা
–
একজন চিকিৎসক যখন রাজনীতির ময়দানে পা রাখেন, তখন তা কেবল পদপ্রাপ্তির উদ্দেশ্যে নয়—তা হয় দায়িত্ববোধ থেকে, মানুষ ও মাটির প্রতি ঋণশোধের তাগিদে।
ডা. মোঃ ইউনুছ আলী সেই নতুন আশার নাম, যিনি মানুষ ও মানবতার পাশে দাঁড়াতে চান সব সময়।
প্রিন্ট