প্রদীপ্ত চক্রবর্তীঃ
সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব আজ থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শুরু হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস— ‘জগৎ’ অর্থ বিশ্ব আর ‘নাথ’ অর্থ ঈশ্বর। তাই জগন্নাথ অর্থ জগতের ঈশ্বর। তাঁর দর্শন, আশীর্বাদ পেলে মানুষের পূণ্য হয়। এই বিশ্বাস থেকে সনাতনীরা রথের উপর শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ রেখে রথযাত্রা করেন।
রথযাত্রা উপলক্ষে:
ঢাকা স্বামীবাগ ইসকন মন্দির
তাঁতি বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির
চট্টগ্রাম প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির
চট্টগ্রাম নন্দনকানন শ্রী শ্রী রাধা মাধব মন্দির
শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম
শ্রী শ্রী তুলসী ধাম
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে:
বর্ণাঢ্য শোভাযাত্রা
ধর্ম মহাসম্মেলন
মঙ্গল আরতি
শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রাজবেশ দর্শন
শ্রীমদ্ভাগবত পাঠ
গুরু পূজা
রাজভোগ নিবেদন
বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ
প্রসাদ বিতরণ
প্রিন্ট