আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
–
২৪ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পৌর শহরের নিমতলা মোড়ে গণসংহতি আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখা অফিসে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশন উপজেলা শাখার যৌথ আয়োজনে ২৬ জুন ২০২৫ শে অংশ নেয়া এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও আলোচনা শেষে অর্ধ শতাধিক এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
–
গণসংহতি আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান বাবু’র সভাপতিত্বে গণসংহতি আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব মোত্তালিব পাপ্পু’র সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নাজার আহমেদ,ছাত্র ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক সাকিরুল ইসলাম, সদস্য সচিব হৃদয় হাসান,ছাত্র নেতা আল আমিন,রায়হান প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রিন্ট