কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৫আগষ্ট) সকাল ১১টার সময় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন। ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল।কেন্দ্রী জাসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন।
সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানাসহ উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
প্রিন্ট