মোঃ আমিন হোসেনঃ
ঢাকায় নয় এবার জাপানি ভাষা শেখা যাবে ঝালকাঠিতে এই প্রত্যয়ে ঝালকাঠিতে উদ্বোধন হলো JB Samurai Nihongo Gakko-এর নতুন শাখা। শনিবার (২১ জুন) সকাল ১১টায় কেক কেটে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ফুমিহিতো সাতো ও ভাইস প্রিন্সিপাল সাকি মিয়াসিতা।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন JB Samurai Nihongo Gakko-র সিইও মিরাজ মাহমুদ, আইটি প্রধান মাসুম বিল্লাহ টিটু, ঝালকাঠি জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেন, ও আইনজীবী জাকারিয়া রহমান জিহাদ।
অনুষ্ঠানে জাপানে পড়াশোনা ও কর্মসংস্থানে আগ্রহী স্থানীয় নারী-পুরুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
প্রতিষ্ঠানটি লক্ষ্য করেছে—বাংলাদেশ সরকারের ঘোষিত এক লাখ দক্ষ জনবল জাপানে পাঠানো-র উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিতে। এজন্য তারা জাপানি ভাষা শিক্ষা, জব ভিসা প্রসেসিং, জাপানে আবাসনসহ প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করছে।
সিইও মিরাজ মাহমুদ জানান, JLPT, NAT ও JFT পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকবে প্রতিষ্ঠানটি। দক্ষ দেশি-বিদেশি শিক্ষক, নিয়মিত মডেল পরীক্ষা, শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, বিদেশে সমস্যায় সহায়তা ও নিজস্ব প্রতিষ্ঠানেই চাকরির সুবিধা থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্বে জাপানে যাওয়ার নিয়মাবলি, ভাষা দক্ষতা যাচাই পরীক্ষা, আবেদন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মিরাজ মাহমুদ।
জেলা শহরের কোর্ট রোডে অবস্থিত এই নতুন শাখা স্থানীয় শিক্ষার্থীদের জন্য সরাসরি ক্লাসরুমে জাপানি ভাষা শেখার ব্যবস্থা করে দিচ্ছে।
প্রিন্ট