রিপন সরকারঃ
বিশুদ্ধ পানির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অবস্থিত ঢাকা ওয়াসার প্রকল্প অফিস ঘেরাও, মানববন্ধন, বিক্ষোভ এবং ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের গন্ধর্বপুর এলাকা অবরোধ করে এলাকাবাসী।
গতকাল শুক্রবার (২০ জুন) বাদ জুমা এলাকাবাসী এই কর্মসূচি পালন করে।
মানববন্ধন পূর্বক গন্ধর্বপুর তালতলা মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আশরাফুল আলম রাসেল।
সভায় বক্তব্য রাখেন:
গন্ধর্বপুর আটানী কেন্দ্রীয় মসজিদের সভাপতি শাহীন প্রধান
সাধারণ সম্পাদক মকবুল প্রধান
ব্যবসায়ী সগীর প্রধান
বিএনপি নেতা আলমগীর হোসেন
রুকুনুজ্জাম প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার প্ল্যান্ট প্রকল্পটি রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকায় স্থাপনের সময় ওয়াসা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের বিশুদ্ধ পানি সরবরাহের অঙ্গীকার করেছিলেন।
কিন্তু প্রকল্প বাস্তবায়নের পর ওয়াসা কর্তৃপক্ষ কবরস্থান ও মসজিদের জমি দখল, খাল-নালা ভরাটসহ পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।
এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন মেঘনা নদী থেকে প্রায় ৬০ কোটি লিটার পানি পরিশোধন করে রাজধানী ঢাকায় সরবরাহ করা হয়। অথচ যাদের জমি নিয়ে এই প্রকল্প গড়ে তোলা হয়েছে, তারা বছরের পর বছর ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন।
বক্তারা আরও বলেন, অবিলম্বে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে তারা গন্ধর্বপুর এলাকায় ঢাকা-রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে পুলিশ ও সেনা সদস্যদের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
প্রিন্ট