রিপন সরকারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে নারীদের সর্বাধিক নিরাপত্তা ও মর্যাদা দেওয়া হবে।
তিনি বলেন, “নারীরা বিসিএস পরীক্ষা দেবে, সেনা অফিসার, পুলিশ অফিসার, ব্যাংকের ম্যানেজার হবে। নারীদের জন্য আলাদা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি মুক্ত মানবিক রাষ্ট্র গড়ার জন্য সংগ্রাম করছে।”
গতকাল শুক্রবার (২০ জুন) মুড়াপাড়া সরকারি কলেজ অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা।
সভায় আরও বক্তব্য রাখেন:
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল জব্বার
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মোহাম্মদ মমিনুল হক সরকার
জেলা সেক্রেটারী হাফিজুর রহমান
সহ-সেক্রেটারী আবু সাইদ মুন্না
সোনারগাঁও আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইকবাল হোসেন ভূঁইয়া
জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট ইসরাফিল হোসাইন
কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রূপগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা ইমদাদুল্লাহ হাসেমী প্রমুখ।
মাওলানা রফিকুল ইসলাম খাঁন আরও বলেন, “গত চারদলীয় জোট সরকারের আমলে জামায়াত থেকে দুইজন মন্ত্রী ছিলেন। তাদের মন্ত্রণালয়ে গত ১৮ বছরের মধ্যে ১ টাকার দুর্নীতির প্রমাণও মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পায়নি কেউ। জামায়াতে ইসলামী কখনো দুর্নীতি করেনি এবং ক্ষমতায় গেলে করবেও না। এখানে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ নেই।”
প্রিন্ট