মানিক কুমার দাসঃ
আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে সবাই মিলে বাংলাদেশ গড়তে চাই—ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় কবি জসিমউদ্দীন হল এবং সদর উপজেলা অডিটোরিয়ামে।
জেলা আমির মাওলানা বদরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভুইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল ওহাব, নায়েবে আমির আবু হারিচ মোল্যা, জেলা সহকারী সেক্রেটারি মোঃ জসিমউদ্দীন, পৌর আমির ড. এহসানুল মাহবুব জোবায়েরসহ জেলার অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হামিদুর রহমান আজাদ বলেন,
“রাষ্ট্র পরিবর্তনে, সমাজ পরিবর্তনে সাংবিধানিক পদ্ধতি হলো নির্বাচন। জামায়াত তার উদ্দেশ্য ও লক্ষ্যে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থাকে বেছে নিয়েছে সমাজ পরিবর্তনের জন্য। এ জন্য আমাদেরকে আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন,
“এ যাবৎ যারা দেশ শাসন করেছে, তারা কি সুশাসন কায়েম করতে পেরেছে? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে? মানুষের অধিকার বা ন্যায়বিচার—কোনোটাই হয়নি। আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই বাংলাদেশ গড়তে চাই।”
প্রিন্ট