রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে মোছা: শিল্পী বেগম (২৮) নামের এক শীর্ষ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২০ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার শিল্পী বেগম উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের মোঃ চঞ্চল উদ্দিনের সহধর্মিনী।
–
থানা সূত্রে জানা যায়, নিয়মিত টহলরত সেনাবাহিনীর একটি দলের সহায়তায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে আরবাব ইউনিয়নের কৃষ্ণরামপুরে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় ওই গ্রামের চঞ্চল উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে আধা কেজির বেশি শুকনো গাজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার কথা স্বীকার করলে মোছা: শিল্পী বেগমকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। শীর্ষ এই নারী মাদক কারবারির গ্রেপ্তারের খবরে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তারা বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ জানান।
–
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নারী মাদক কারবারি শিল্পী বেগম ও ওয়ারেন্ট ভুক্ত আসামি উপজেলার গোধরা মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (৪০) আটক করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট