মানিক কুমার দাসঃ
ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাতটায় কাঠপট্টি দলীয় কার্যালয়ে যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন এর সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
–
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, সহ যুগ্ম সম্পাদক জাকির হোসেন, ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। মতবিনিময় সভায় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
–
এ সময় বক্তারা বলেন ” ফরিদপুর জেলা যুবদল ফরিদপুরে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন।ফরিদপুর জেলা যুবদলের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের নেতৃত্ব গুণ দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। বক্তারা কোতোয়ালী থানা বিএনপির সভাপতি হিসেবে রাজিব হোসেনকে সভাপতি হিসেবে দেখার প্রত্যাশা করেন।
–
তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে বর্তমান যুবদল সভাপতি রাজিব হোসেন । বিগত দিনগুলোতে তার সংগ্রাম এবং দলের প্রতি একনিষ্ঠতা দলের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
–
ভবিষ্যতে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন ফরিদপুর জেলা যুবদল থেকে আগামীর অনেক নেতৃত্ব বেরিয়ে আসবে।
–
বর্তমান ফরিদপুর জেলা যুবদলের সভাপতি কোতয়ালি থানা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।”
প্রিন্ট