মোঃ আলম মৃধা:
নরসিংদীর শিবপুরে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূল হোতা মোঃ সৈকত ওরফে শওকত আলী (২৬) কে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। আজ (১৬ জুন) সোমবার শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ “ওসি” মোহাম্মদ আফজাল হোসাইন নিজেই উপস্থিত থেকে নেতৃত্ব দিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
–
গ্রেপ্তারকৃত শওকত আলী শিবপুর উপজেলার বানিয়াদী এলাকার বাসিন্দা। মৃত সিদ্দিকুর রহমান ওরফে আবু ছিদ্দিকের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে একটি রিভলবার ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।
–
পুলিশ জানায়, শওকতের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে একটি হত্যা মামলা, তিনটি হত্যাচেষ্টার মামলা এবং দুটি মাদকদ্রব্য আইনে মামলা। এসব মামলার বেশ কয়েকটিতে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুইটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
–
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, শিবপুর থানা এলাকার শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের মূল হোতা কনট্রাক কিলার সৈকত আলী ওরফে শওকতকে গতরাত ৪: ৪৫ ঘটিকার সময় ডিএম পির বাডায়া থানার বসুন্ধরা আবাসিক এলাকা হইতে গ্রেফতার করা হয়।
–
তার দেওয়া তথ্যমতে তার আড্ডাস্থল আখতারুজ্জামান এর পরিত্যক্ত ধানের খোলার হাউজের পাশে কলা গাছের গুড়িতে খাজ কাটা সুরক্ষিত স্থান হইতে তার নিজের হাতে বাহির করে দেওয়া মতে একটি রিভলবার একা রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয় । তার গ্রেপ্তারে শিবপুরের মানুষ স্বস্তি প্রকাশ করেছে।
–
শিবপুর অঞ্চলে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করেছিল এ কিশোর গ্যাংয়ের লিডার। শওকতকে আটকের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান সমাজের সচেতন ব্যক্তিরা।
প্রিন্ট