ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলমডাঙ্গার কানাইনগর-শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৩৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া Logo কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করায় সেই পুলিশ সদস্য ক্লোজড Logo যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে প্রকৌশলীসহ নিহত ৩ Logo শিবপুরে কাবিখা ও টিআর প্রকল্পের ৫২ লাখ টাকাসহ দুই কর্মকর্তা গোয়েন্দার জালে আটক Logo বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র জরুরি কর্মীসভা অনুষ্টিত Logo সিংড়ায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি Logo জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল Logo কাফনের কাপড় পরে কুষ্টিয়ায় জেলা বিএনপির কার্যালয় ঘেরাও Logo তানোরে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু Logo তানোরে ফসলি জমি জবরদখল চেষ্টার অভিযোগ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

যশোরে ধর্ষণের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন তারেক রহমান

মোঃ নূর -ই- আলম (কাজী নূর):

যশোরের চৌগাছা উপজেলায় ধর্ষণের শিকার ৭ বছরের সেই শিশুর চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ জুন) দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে যেয়ে তার মায়ের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদানের খাম তুলে দেন বিএনপির নারী, শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশে যেকোন জায়গায় যেকোন সংকটে বিএনপি নেতাকর্মীরা এগিয়ে এসেছে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। শিশুটি ধর্ষণের শিকার নিয়ে গণমাধ্যম নিউজ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দেন শিশুটির চিকিৎসা নিশ্চিতের। আমরা শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা যাতে নিশ্চিত হয়, সেই লক্ষ্যেই এখানে এসেছি। শিশুটির সঙ্গে কথা বলেছি, তার পরিবার, চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে শিশুটির যে কোনো সহায়তায় বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবে।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল, যুবদল নেতা খন্দকার শফিউল আলম উপল, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবু হাসনাত মোহাম্মদ আহসান হাবীব, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত, নেফ্রলজি বিভাগের ডা. ওবাইদুল কাদির উজ্জ্বল, ড্যাব নেতা ডা. আবু আহসান লাল্টু, ডা. ফারুক এহতেশাম পরাগ, ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, ডা. আহসান কবীর বাপ্পী, ডা. রবিউল ইসলাম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন। তারা নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং আইনি সহায়তায় নিয়োজিত আইনজীবীদের সঙ্গে কথা বলেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চৌগাছায় শিশুটি পাশবিক নির্যাতনের ঘটনার শিকার হলে তাকে বিএনপি নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঝুঁকিপূর্ণ অবস্থায় চিকিৎসকদের আন্তরিকতায় শিশুটির অবস্থা এখন উন্নতির দিকে। আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে আমাদের চিকিৎসকেরা কাজ করছে। আইনি সহায়তার জন্য আমাদের যে লিগ্যাল এইড টিম রয়েছে সেই সদস্যরাও আইনি সহায়তা দিচ্ছে। শিশুটির পাশে বিএনপির নেতাকর্মীরা সব সময় থাকবে।

আর্থিক সহায়তা গ্রহণকালে শিশুটির মা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমার মেয়ের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, সেটা যেন অন্য কোনো শিশুর সঙ্গে না ঘটে। এই ধরণের ঘটনার বিচার হওয়া উচিত। দৃষ্টান্তমূলক বিচার হলে এসব কর্মকাণ্ডে আর কেউ জড়াবে না। এ সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত বুধবার যশোরের চৌগাছায় বাড়ির পাশে শিশুটিকে ধর্ষণ করে এক প্রতিবেশী। এরপর শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দিলে অভিযুক্ত মিজানুর রহমানকে (৫৫) আটক করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কানাইনগর-শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৩৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া

error: Content is protected !!

যশোরে ধর্ষণের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন তারেক রহমান

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :

মোঃ নূর -ই- আলম (কাজী নূর):

যশোরের চৌগাছা উপজেলায় ধর্ষণের শিকার ৭ বছরের সেই শিশুর চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ জুন) দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে যেয়ে তার মায়ের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদানের খাম তুলে দেন বিএনপির নারী, শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশে যেকোন জায়গায় যেকোন সংকটে বিএনপি নেতাকর্মীরা এগিয়ে এসেছে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। শিশুটি ধর্ষণের শিকার নিয়ে গণমাধ্যম নিউজ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দেন শিশুটির চিকিৎসা নিশ্চিতের। আমরা শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা যাতে নিশ্চিত হয়, সেই লক্ষ্যেই এখানে এসেছি। শিশুটির সঙ্গে কথা বলেছি, তার পরিবার, চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে শিশুটির যে কোনো সহায়তায় বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবে।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল, যুবদল নেতা খন্দকার শফিউল আলম উপল, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবু হাসনাত মোহাম্মদ আহসান হাবীব, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত, নেফ্রলজি বিভাগের ডা. ওবাইদুল কাদির উজ্জ্বল, ড্যাব নেতা ডা. আবু আহসান লাল্টু, ডা. ফারুক এহতেশাম পরাগ, ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, ডা. আহসান কবীর বাপ্পী, ডা. রবিউল ইসলাম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন। তারা নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং আইনি সহায়তায় নিয়োজিত আইনজীবীদের সঙ্গে কথা বলেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চৌগাছায় শিশুটি পাশবিক নির্যাতনের ঘটনার শিকার হলে তাকে বিএনপি নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঝুঁকিপূর্ণ অবস্থায় চিকিৎসকদের আন্তরিকতায় শিশুটির অবস্থা এখন উন্নতির দিকে। আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে আমাদের চিকিৎসকেরা কাজ করছে। আইনি সহায়তার জন্য আমাদের যে লিগ্যাল এইড টিম রয়েছে সেই সদস্যরাও আইনি সহায়তা দিচ্ছে। শিশুটির পাশে বিএনপির নেতাকর্মীরা সব সময় থাকবে।

আর্থিক সহায়তা গ্রহণকালে শিশুটির মা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমার মেয়ের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, সেটা যেন অন্য কোনো শিশুর সঙ্গে না ঘটে। এই ধরণের ঘটনার বিচার হওয়া উচিত। দৃষ্টান্তমূলক বিচার হলে এসব কর্মকাণ্ডে আর কেউ জড়াবে না। এ সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত বুধবার যশোরের চৌগাছায় বাড়ির পাশে শিশুটিকে ধর্ষণ করে এক প্রতিবেশী। এরপর শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দিলে অভিযুক্ত মিজানুর রহমানকে (৫৫) আটক করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


প্রিন্ট