আবুল হোসেনঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকা থেকে ২ হাজার ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান রেজা (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি ফরিদপুর জেলার কোতয়ালী থানার ভাজনডাঙা গ্রামের আব্দুল হকের ছেলে।
সোমবার সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল পেশাদার মাদক ব্যবসায়ী হাসান রেজাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানা, ঢাকা শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি রাকিবুল ইসলাম।
প্রিন্ট