লিয়াকত হোসেন লিংকনঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধভাবে বসানো কোরবানির পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার ফুকরা হাটে অস্থায়ী পশুরহাট বসিয়ে অবৈধভাবে টোল আদায় করা হচ্ছিল।
–
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিষ্ট্রেট মুনমুন পালের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পশুরহাটটি বন্ধ করে দেওয়া হয়। এ সময় থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, তারাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
–
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাটবাজার নীতিমালা বাইরে অবৈধভাবে পশুর হাট বসিয়ে খাজনা আদায় করা হচ্ছিল। উপজেলা প্রশাসনের কোনো অনুমতি না থাকায় হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
প্রিন্ট