আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
–
এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের পাঁচটি গ্রুপের ২৩ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
–
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী ।
–
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার , উপজেলা এলজিডি প্রকৌশলী আছহাবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম, জ্ঞান চক্র একাডেমির পরিচালক মোঃ সারওয়ার হাবিব, প্রসাদপুর হাজী আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রমূখ।
প্রিন্ট