ভেড়ামারা উপজেলার নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পক্ষ হতে করোনায় আক্রান্ত জনগণের চিকিৎসা সেবা প্রদানের সুবিধার্থে সোমবার (০২ আগষ্ট )বেলা বারটার সময় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি অক্সিজেন কনসেনট্রেটর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।
এই সময় উপস্থিত ছিলেন, বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেনের ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল আমিন, বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার বলেন, এই ক্ষুদ্র প্রয়াস থেকে করোনায় আক্রান্ত জনগণের চিকিৎসা সেবা প্রদানে কিছুটা হলেও সহায়ক হবে। সমাজের সকলে তাঁর নিজ নিজ স্থান হতে এই মহামারী মোকাবেলায় সহায়তার হাত বাড়িয়ে দিবেন।
প্রিন্ট