আবুল হোসেনঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯মে বৃহস্পতিবার দুপুর ১২ টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ বাজেট ঘোষণা করা হয়।
.
১নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামানের সভাপতিত্ত্বে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মেনামুল হাসান মিন্টুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত সদস্য মো. অমিত হাসান, বিমল কুমার রায়, মোছা. আন্জুমানারা ফেরদৌসী, মো. ইমরান হোসেন, মো. মোমিনুল ইসলাম, মো. সকিম উদ্দিন, মো.আ.খালেক, মো. দেলোয়ার হোসেন।
.
এসময় দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষকগণ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, নারীপুরুষ উপস্থিত ছিলেন
.
উম্মুক্ত বাজেট উপস্থাপন করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মেনামুল হাসান মিন্টু। তিনি জানান গত ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ছিলো ৬ কোটি ৪৭ লক্ষ ৭৮ হাজার ৫০৫ টাকা। ২০২৫-২০২৬ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে ৬ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ৫ টাকা।
প্রিন্ট