সাহিদা পারভীনঃ
‘শিশু থেকে প্রবীন, পুষ্টিকর খাবার প্রতিদিন’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতন,
কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার,
কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
প্রিন্ট