আরমান হোসেনঃ
কাশিমপুরে গত ২১ মে ২০২৫ তারিখে ফেসবুকে পুলিশের হ্যান্ডকাফ নিয়ে একটি টিকটক ভিডিও পোস্ট করে বিতর্কের জন্ম দেন স্থানীয় ব্যক্তি সোর্স লাল মিয়া। পরবর্তীতে তিনি বুঝতে পেরে আইনের অবমাননা হয়েছে বলে উল্লেখ করে ভিডিওটি ডিলিট করেন এবং আইনের কাছে ক্ষমা চান।
.
তবে ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর লাল মিয়া অভিযোগ তোলেন যে, সাংবাদিক আরমান তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে তার মানহানি করেছেন। তিনি আরমানের বিরুদ্ধে ৫,০০০ টাকা ক্ষতিপূরণ দাবি করেন এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিককে দায়ী করেন।
.
এদিকে, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাটি নিয়ে থানা থেকে লাল মিয়াকে একাধিকবার ডাকা হয়েছে। তবে এখনও পর্যন্ত এ নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেয়া হয়নি।
.
স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল বিষয় নিয়ে হালকা আচরণ আইনগত জটিলতা তৈরি করতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রিন্ট