আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে জুনাইদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মোঃ রনি মিয়ার ছেলে।
.
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে এই ঘটনা ঘটে।
.
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, মৃত জুনাইদ বাসার বাইরে সকালে একা একা খেলাধুলা করতে করতে যে কোন সময় পার্শ্ববর্তী পুকুরে পরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরে আনুমানিক সকাল ১০টার দিকে পুকুরে ভাসামান অবস্থায় দেখতে পেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
প্রিন্ট