মোঃ নূর -ই- আলম (কাজী নূর):
যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেছেন, দেশ গঠনে, সমাজ গঠনে যেখানে বড় বড় ইস্যু নিয়ে কাজ করার কথা। সেখানে রাস্তায় রাস্তায় ভিন্ন ইস্যু নিয়ে আমরা ব্যস্ত সময় পার করছি। তিনি আশংকা প্রকাশ করে বলেন, নিশ্চয়ই কোন পেইড এজেন্ট আমাদের মূল কাজ বাধাগ্রস্ত করছে। এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাবনা নিয়ে কাজ করার আহবান জানান।
.
সোমবার (২৬ মে) বিকাল ৫টায় জেলা প্রশাসন যশোর ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
.
এ সময় জেলা প্রশাসক ফরাসি সাহিত্যিক, ইতিহাসবিদ ও দার্শনিক ভলতেয়ারের বিখ্যাত উক্তি ”তোমার মতের সঙ্গে আমি হয়তো একমত নাও হতে পারি; কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করে যাব।” উদ্ধৃত করেন।
.
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজিবুল আলমের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি, গবেষক ও সাংবাদিক বেনজীন খান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি- যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা সংগঠক মোঃ নুরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, যশোর সংস্কৃতি কেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা।
.
‘বাংলাদেশ ও রবীন্দ্রনাথ’ বিষয়ে আলোচনায় প্রধান আলোচক বেনজীন খান তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল এ বিষয়ে কোন সন্দেহ নেই। অবিভক্ত বাংলার সাথে রবীন্দ্রনাথের অনেক সম্পর্ক আছে কিন্তু বাংলাদেশের কোন সম্পর্ক নেই। যদিও আমাদের জাতীয় সঙ্গীত তার লেখা। কিন্তু ‘আমার সোনার বাংলা’ যখন লেখা হয তখন বাংলাদেশ সৃষ্টি হয়নি। নিজেদের জমিদারী ঠেকাতে অর্থনৈতিক স্বার্থের কারণে রবীন্দ্রনাথ বাংলা ভাগ হোক।
.
বেনজীন খান আরো বলেন, এই দেশ আর কোনদিন ভারতে উপনিবেশ হবে না, কোনদিন হিন্দুত্ববাদের চোখ রাঙানি দেখবে না, এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। এই স্পিড হচ্ছে নজরুলের।
.
অনুষ্ঠানের শেষ পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
প্রিন্ট