সোহাগ কাজীঃ
মাদারীপুর জেলার ডাসার উপজেলা পরিষদ হলরুমে আজ সকাল ১১.০০ ঘটিকায় ডাসার উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত এনজিও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব সাইফ-উল-আরেফীন।উক্ত এনজিও সমন্বয় সভায় সভাপতি মহোদয় সকলের উদ্দেশ্য বলেন আপনাদের মাধ্যমে গ্রাম আদালতের প্রচার প্রচারণা বাড়াতে হবে কেননা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক তিনলক্ষ টাকা পযন্ত দেওয়ানী ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে এটা আইন দ্বারা গঠিত একটি আদালত।
.
আপনাদের এনজিওদের বিভিন্ন সভা,সেমিনার, উঠান বৈঠকে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ জনগনকে ধারণা দিতে হবে।গ্রাম আদালতে নামমাত্র খরচে বিচার পাওয়া যায়।ফৌজদারি মামলার ফি ১০/- আর দেওয়ানী মামলার ফি ২০/- এ ছাড়া এ আদালতে অন্য কোন টাকা লাগেনা। তিনি আরোও বলেন আপনারা এখানে যারা এনজিওর প্রতিনিধি উপস্থিত হয়েছেন আপনাদের এনজিও গুলো কোন ধরনের কাজ করে তা আমাকে জানাবেন এবং তিনি আরোও বলেন ডাসার উপজেলায় অনেক ভূঁইফোর এনজিও আছে সে এনজিও গুলো সম্পর্কে আপনারা তালিকা তৈরি করে আমার কাছে জমা দিবেন।কেননা ইতিমধ্যে শুনতে পেয়েছি কিছু এনজিও সাধারণ মানুষকে বেশী লাভের কথা বলে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়াছে। আপনারা সাধারণ জনগনকে এ ব্যাপারে বুঝাবেন সাধারণ মানুষ যেন লোভে না পড়ে।
.
উক্ত এনজিও সমন্বয় সভায় উপস্হিত ছিলেন গ্রাম আদালত ওয়েভ ফাউন্ডেশন এর প্রতিনিধি ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, ব্র্যাক জেলা সমন্বয়ক মিতু দেবনাথ, লিটন বৈরাগী জন প্রোগ্রাম ম্যানেজমেন্ট, বাংলাদেশ ইয়ুথ ফাস্ট, জাগরণী চক্র ফাউন্ডেশন এর সাইফুল ইসলাম, আলোর বাংলার জহির মোল্লা, সাজেদা ফাউন্ডেশন এর আসাদুজ্জামান সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগন।
প্রিন্ট