সাহিদা পারভীনঃ
বর্ণাঢ্য আয়োজনে রবিবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটির উদ্বোধন করেন।
উদ্বোধনের আগে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
.
নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি,নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
.
সভায় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, সহকারী কমিশনার ভূমি শামস সাদাত মাহমুদ উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কায়সার , উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
.
আলোচনা সভায় জামাল খান,মুক্তার হোসেন ও ইমান আলীর হাতে অল্প সময়ে সম্পন্ন হওয়া নামজারী ও মিস কেসের আদেশ কপি তুলে দেওয়া হয়।।
.
মেলায় ৩ দিন ব্যাপী ভূমি সেবা কার্যক্রম চলমান থাকবে।
প্রিন্ট