বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের স্থগিত অধ্যক্ষ ফরিদ আহমেদ ও বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
.
বুধবার (২১ মে) দুপুরে কলেজ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ডা. আফতাব উদ্দীন ভবনের সামনে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
.
বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ ফরিদ আহমেদ কলেজের বিভিন্ন তহবিল থেকে অর্থ আত্মসাৎ করেছেন এবং ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা ব্যবহার করেছেন। এমনকি কলেজের একটি নলকূপের মাথাও বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
.
তারা আরও বলেন, গোপন সূত্রে জানা যায় খন্দকার নাসিরুল ইসলাম তাকে পুনরায় অধ্যক্ষের চেয়ারে বসানোর চেষ্টা করছেন। এ কারণে এলাকাবাসী কলেজে অবস্থান নিয়ে তাদের প্রবেশে বাধা দেন। বক্তাদের দাবি, সভাপতি থাকাকালীন নাসিরুল ইসলাম কলেজ তহবিল থেকে তিন লাখ টাকা উত্তোলন করে ফরিদের সঙ্গে ভাগাভাগি করেন।
.
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টন, শেখ আতিকুল আলী, মজিবুল হক বাবু, জাহাঙ্গীর আলম মুকুল, মিনহাজুর রহমান লিপন মিয়া ও মাহবুব হাসান সজিব।
.
অন্যদিকে, খন্দকার নাসিরুল ইসলাম দাবি করেন, তিনি ঢাকায় অবস্থান করছেন এবং কলেজে যাওয়ার খবর ভিত্তিহীন। তিনি বলেন, “বর্তমানে কিছু ব্যক্তি বিএনএম এর দালালি করে কলেজের নেতৃত্ব দখল ও অর্থ লুটপাটে লিপ্ত। তাদের এ অপচেষ্টা প্রতিহত করতে হবে।”
প্রিন্ট