ফরিদপুরের সদরপুরে লাফিয়ে বাড়ছে করোনা কোভিট-১৯ এর সংক্রামন। অথচ পর্যাপ্ত পরিমানে টিকা হাতে মজুদ নেই। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান, এখানে প্রথম ও ২য় পর্যায়ে টিকা প্রাপ্তির জন্য মোট ১৪ হাজার ৬শত ১০জন ব্যক্তি নিবদ্ধন করেছিল।
সে স্থলে মাত্র ৭ হাজার ৩ শত ১১ জনকে টিকা দেয়া হয়েছে। নিবদ্ধনকৃত ৭ হাজার ২ শ ৯৯ জনকে আজ বৃহস্পতিবার পর্যন্ত টিকা দিতে পারেনি স্বাস্থ্য বিভাগ। প্রায় ২ লক্ষ জনগণের গণের জন্য এ বরাদ্দ অতি নঘন্য বলে জানান স্থানীয় সচেতন মহল। টিকা সংকটে লাফিয়ে বাড়ছে করোনা-কোভিট-১৯ সংক্রামন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সল জানান, টিকা বর্তমানে হাতে নেই। টিকা আসা চলমান রয়েছে। এর পর যে সকল টিকা আসবে নিবদ্ধন কৃতরা আগে পাবেন। গত দুই দিনে এখানে ৪৪জনে ২০জন ও ৪০ জনে ২১জন নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে।
গত ৭ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলার মোট কত ব্যাক্তি মারা গেছে সে তথ্য আমাদের জানা নেই। রোগিরা যেখানে মারা যায়, সেখানে তাদের নাম মৃত্যু রেকর্ড করা হয়। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার প্রায় ৫০% ভাগ।
প্রিন্ট