রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে শিব মন্দিরে পূজা উদযাপনের সময় উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনাবাহিনী আলিউল ইসলাম (২১) নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। এছাড়া সংঘর্ষে ২ জন আহত হন। আহতরা হলেন উপজেলার ধুপইল হালদারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে সোহেল রানা ও ভুট্টো আলীর ছেলে আজিম।
মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল হালদারপাড়া শিব মন্দিরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরে রাতে পূজা উদযাপনের সময় উচ্চ শব্দে গান বাজানোতে আপত্তি জানান মন্দির সংলগ্ন বাসিন্দা আবুল হোসেনের ছেলে মোঃ পিন্টু আলী (৩৬)। এ সময় একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ সোহেল রানার (৪৫) সাথে বিষয়টি নিয়ে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোহেল রানা ও আলিম আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আহত সোহেল রানা ও পুলিশ হেফাজতে থাকা আলিউলের চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে ধুপইল হালদারপাড়া শিব মন্দিরের সভাপতি সাধন কুমার বলেন, “পূজা উদযাপনের সময় পিন্টু সহ কয়েকজন বাধা সৃষ্টি করলে স্থানীয় সোহেল রানা প্রতিবাদ করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।”
এ বিষয়ে পিন্টুর মুঠোফোন নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে উভয় পক্ষ মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রিন্ট