মানিক কুমার দাসঃ
ইমাম কল্যাণ ফাউন্ডেশনের কানাইপুর ও কৃষ্ণনগর ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গভীর রাতে ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের উপর বর্বররোচিত ইসরাইলি হামলা ও মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
আজ শুক্রবার দুপুর ২:০০টায় ইমাম কল্যাণ ফাউন্ডেশন কানাইপুর ও কৃষ্ণনগর ইউনিয়নের উদ্যোগে, সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের কানাইপুর ট্রাক স্ট্যান্ডে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইমাম কল্যাণ ফাউন্ডেশনের মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা মাহবুবুল কবীর, মাওলানা ওমর ফারুক, হাফেজ ইব্রাহিম শেখসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, “আমরা নিরীহ ফিলিস্তিনের উপর ইসরাইলি বর্বররোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ইসরাইলি বাহিনী নিরীহ মুসলমানদের উপর অন্যায়ভাবে অত্যাচার ও হত্যা করছে। মুসলিম হিসেবে আমাদের ইয়াহুদী-ইসরাইলি সকল পণ্য বর্জন করতে হবে। অবিলম্বে আমরা এই গণহত্যা বন্ধের দাবি জানাই।”
একই সাথে জাতিসংঘ ও আইসিসিকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার জন্য জোর দাবি করা হয়।
প্রিন্ট