প্রদীপ্ত চক্রবর্তীঃ
এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম এয়াকুব আলী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে শেষ পর্যন্ত এলডিপির প্রার্থী মনোনয়ন পাবেন।
আজ শুক্রবার সকালে পটিয়া উপজেলার উত্তর হরিণখাইনে গরিব ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এয়াকুব আলী এ কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে এলডিপির পক্ষ থেকে যে তালিকা বিএনপির কাছে পাঠানো হয়েছে সেখানে পটিয়া আসনটি অন্যতম।
এয়াকুব আলী বলেন, ‘পটিয়া আসনে বিএনপির যে প্রার্থী ঘোষনা করা হয়েছে তা কোয়াটার ফাইনাল । ফাইনাল বাকি রয়েছে।’ তাই এলডিপির নেতাকর্মীদের বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পটিয়া বিএনপির বিবদমান গ্রুপ গুলোর চরম অন্তঃ কোন্দলের কারণে পটিয়া আসনে বিএনপি জোট থেকে এলডিপির প্রার্থী হিসেবে আমি মনোনয়ন পেতে যাচ্ছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবো।’
তিনি বলেন, ‘শীতের এই কঠিন সময়ে সমাজের অসহায় ভাইবোনদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি যাতে সামর্থ্য অনুসারে সমাজের দুর্দশাগ্রস্ত মানুষদের সাহায্য করতে পারি। এ কম্বল বিতরণ ভবিষ্যতে আরও বড় পরিসরে করার উদ্যোগ নেব।’
এসময় চার শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্যসচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, প্রচার সম্পাদক আবদুল কাদের, যুগ্ম সম্পাদক নাদের জামান, প্রচার সম্পাদক আবদুর রশিদ, গণতান্ত্রিক ছাত্রদল পটিয়া উপজেলার আহ্বায়ক শেখ জায়েদ মানিক, সদস্যসচিব সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 





















